অনুভূতির আলিঙ্গনে শিক্ত
লিখেছেন লিখেছেন নান্দিনী ২৫ এপ্রিল, ২০১৬, ১২:২৯:১৫ রাত
"একজন তুমি"
-------নান্দিনী
পরন্ত বিকেলে,সুহাসিনী হৃদে
তোমাকে ডাকি এই মনের আঙ্গিনায়
মধ্যদুপুরের খা খা রোদে
তোমাকে খুজি পিপাসায়
.
কখনো বা মনের অজানা টানে,
তোমার অস্তিত্ব খুঁজে ফেরা
কখনো বা নারীর মনে,প্রেমের টানে,
সামান্য অনুভবন করার প্রচেষ্টা,
.
কখনো রাগ-দুঃখ,ক্ষোভে
অনেক দূরে চলে যাওয়া
বারবার পেছন ফিরে দেখা,
আহামরি কিছুর প্রতাশ্যা তো না !
অনুভবের অলিন্দে মৃদু কম্পনের আশা
.
কখনো কান্নাভেজা মুখ লোকাতে
তোমার বাহু খুজে ফেরা
বার বার অভিমানে বুক বাঁধা,
রাতের অন্ধকার আর নিস্তব্ধতাকে সাক্ষী করা.
আর কেউ জানুক আর না জানুক
আর কেউ বুঝুক আর না বুঝুক,
ওরা তো জানে,কতো ক্ষত এই উঠোনে
.
তবুও সব ভুলে নীল আকাশে কালো
মেঘের সাথে তোমাকে চাই,
বৃষ্টির ধারা হয়ে তোমায় ভেজাবো বলে
শিশিরের মতো ক্ষুদ্র কণা হয়ে ঝরতে চাই
তোমাকে একটু স্পর্শ করতে পারবো বলে.
.
যখন খুশির স্রোতে ভেলা বাসে,তখনও
তোমায় চাই,একসাথে ভাসবো বলে
দূর্দিনে,দুর্ভোগে, কিংবা পরম সুখের মুহূর্তে
তোমার একটু সান্যিধ্য খুজে ফেরা
.
কিন্তু তুমি তো তুমিই,তোমার মতো একজন তুমি
আমার নির্লজ্জতায় কি আসে যায়
.
খুব কি বেশি কিছু চেয়েছি ?
তবে ক্ষমা প্রার্থনা ছাড়া আর কি করা ?
-----রাত১২.০০
-----২৫/০৪/১৬
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন